জসীমউদদীনের স্মরণে গান
১৬ এপ্রিল ২০১৮ ১৩:০১ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ১৩:০২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
পল্লীকবি জসীমউদদীন স্মরণে গান করলেন দুই তরুণ কণ্ঠশিল্পী বনি ও মনির। কবিকে স্মরণ করে এই জুটি গেয়েছেন কবির নিজের লেখা একটি গান। ‘আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলিরে’ শিরোনামের বিখ্যাত গানটি সম্পূর্ণ নতুন ধাঁচে সংগীত আয়োজন করেছেন বনি।
জসীমউদদীন স্মরণে গান করা প্রসঙ্গে বনি বলেন, ‘এই গানটি বাঙালির অনেক প্রিয়। মনে গেঁথে যাওয়া পল্লীকবির চরণগুলো নতুন করে দর্শক-শ্রোতার কাছে আনার চেষ্টা করেছি আমরা। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
মনির বলেন, ‘আমার প্রথম প্রকাশিত কোনো গান এটি। ভবিষ্যতে নতুন মৌলিক গান করার আশা আছে। তবে জসীমউদদীনের মতো মহান একজন কবির লেখা গান দিয়ে সংগীতজগতে যাত্রা শুরু করতে পেরে ভাল লাগছে।’
‘আমায় ভাসাইলিরে’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও এরই মধ্যে প্রকাশিত হয়েছে ইউটিউব ও ফেসবুকে। টেলিভিশন ও রেডিওতেও গানটি শুনতে পাবেন দর্শক-শ্রোতারা।
সারাবাংলা/টিএস/পিএ
https://www.youtube.com/watch?v=FXNQCSV0qHw&sns=fb