Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০৩ জন শিল্পী সমিতির সদস্যপদ ফেরত পেলেন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২২ ১৩:১৭

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ থেকে ১৮৪ জনকে অবৈধভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল জায়েদ খানের বিরুদ্ধে। এ নিয়ে পদ বঞ্চিতরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছিলো। বিষয়টি আদালতে পর্যন্ত গড়ায়। ইলিয়াস কাঞ্চন এভাবের নির্বাচন প্রার্থী হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন নির্বাচিত হলে এদের মধ্যে যারা যোগ্য তাদের পদ ফিরিয়ে দিবেন। সে অনুযায়ী ১০৩ জন সদস্যপদ ফেরত পেলেন বুধবার (৬ এপ্রিল)।

এই ১০৩ জন সদস্য আবারও ভোটাধিকারসহ শিল্পী সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন।

বিজ্ঞাপন

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি জানান, ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।

পদ হারানোদের পদ ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত করা হলো।

সারাবাংলা/এজেডএস

১০৩ জন ১৮৪ জন শিল্পী সমিতি সদস্যপদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর