জোভান-তাসনুভা তিশার ‘প্রযত্ন পান্ডুলিপি’
১১ এপ্রিল ২০২২ ১৫:৫৫
প্রিতমের ইচ্ছে সে ভবঘুরে হয়ে পৃথিবী দেখবে আর লিখবে। কিন্তু একমাত্র মায়ের জন্য সেটা আর সম্ভব হয়ে উঠেনি। গ্রাম ছেড়ে সে এখন ঢাকায় একটি বইয়ের দোকানের বিক্রয়কর্মী। বৃদ্ধ মায়ের মুখে দু’বেলা দু’মুঠো ভাত আর যৎসামান্য ঔষধ কেনার অর্থেও জন্য তার এই চাকরীতে যোগদান।
ভবঘুরে না হতে পারলেও সে এই ভেবে তৃপ্ত যে বিনা খরচায় রোজদিন নতুন নতুন বই পড়তে পারছে। প্রিতমের দোকানের নিয়মিত বই ক্রেতা মহুয়া নামের একটি মেয়ে। ধীরে ধীরে মহুয়ার সাথে প্রিতমের ভালো সর্ম্পক গড়ে উঠে। মহুয়া একদিন প্রিতমের কাছে নতুন লেখকের বই চায়। প্রিতমের মাথায় কি একটা খেলে যায়।
এমনই এক গল্পে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘প্রযত্ন পান্ডুলিপি’। সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। অভিনয় করেছেন- ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, সায়েম সামাদ, রিপা রঞ্চনা প্রমূখ। নাটকটি প্রচারিত হবে ১২ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভিতে।
সারাবাংলা/এএসজি