Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন নায়ককে নিয়ে আবারও রাফির সঙ্গে বুবলি-তমা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ১৭:৩৪ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:২৯

‘খাচার ভিতর অচিন পাখি’ ও ‘টান’ নামে চরকি থেকে দুটি ওয়েব ফিল্ম করেছেন রায়হান রাফি। এবারের ঈদে একই ওটিটি প্ল্যাটফর্ম থেকে রাফি নির্মাণ করছেন ‘ফ্লোর নম্বর ৭’।

চলতি বছরের জানুয়ারিতে চরকিতে মুক্তি পেয়েছিল রাফির সিনেমা ‘টান’। যেখানে প্রথমবারের মতো চরকিতে দেখা গিয়েছিল চিত্রনায়িকা বুবলিকে। ‘টান’ সিনেমার অভিনয়ের কারণে ব্যাপক আলোচিত হয়েছিলেন তিনি। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতে আবারও পরিচালক রাফি জনপ্রিয় নায়িকা বুবলিকে নিয়ে কাজ করছেন।

বিজ্ঞাপন

সেই সাথে এই সিনেমায় দেখা যাবে নবাগত রাজ মানিয়াকে। রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি বেশ পরিচিত মুখ।

এই সিনেমায় বুবলি ও রাজের সাথে দেখা যাবে তমা মির্জাকে। তিনি চরকি অরিজিনাল সিনেমা ‘খাঁচার ভেতর অচিন পাখি’-এর জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন। সেই সাথে জিতেছেন বেশকিছু এ্যাওয়ার্ডও।

ফ্লোর নম্বর ৭ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। সেই সাথে সুমম আনোয়ারসহ আরও অনেককেই দেখা যাবে সিনেমাটিতে।

সারাবাংলা/এজেডএস

টান ফ্লোর নম্বর ৭ রায়হান রাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর