Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভ-মীর সাব্বিরের ছবি ঈদে প্রিমিয়ার

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২২ ১৮:০১

ঈদ উপলক্ষে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো বাংলা ছবি প্রচার করে। দীপ্ত টিভিতে প্রচারিত এ বছরের আলোচিত দুটি ছবি- মিশন এক্সট্রিম ও রাত জাগা ফুল।

ঈদের দিন দুপুর ২টায় প্রচারিত হবে ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত সিনেমা ‘‌মিশন এক্সট্রিম‘‌। অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম এবং সৈয়দ নাজমুস সাকিবসহ অনেকে।

ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায় প্রচারিত হবে মীর সাব্বির পরিচালিত সিনেমা ‘‌রাত জাগা ফুল‘‌। ‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সিনেমাটিতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীরসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ মিশন এক্সট্রিম মীর সাব্বির রাত জাগা ফুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর