আসিফের সঙ্গে গাইলেন জেমি
১৬ এপ্রিল ২০১৮ ১৬:০৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ১৭:২৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
কলকাতার মেয়ে জেমি ইসলাম ইতিমধ্যেই বেশ পরিচিতি পেয়ে গেছেন বাংলাদেশে। শাকিব খান ও মীম অভিনীত ‘আমি নেতা হবো’ ছবিতে তার গাওয়া ‘চুম্মা’ গানটি দুই বাংলাতেই পেয়েছে দারুণ জনপ্রিয়তা। এবার তিনি গলা মিলিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে।
আসিফ আকবরের সঙ্গে ‘দুই দুইবার’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জেমি। গানটির সুর করেছেন প্রীতম ব্যানার্জি। এরই মধ্যে রেকর্ডিং শেষ হয়ে যাওয়া গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণের কাজ শুরু হবে এই মাসেই। ‘দুই দুইবার’ শ্রোতারা শুনতে পাবেন মে মাসে।
জেমির সঙ্গে গান করা প্রসঙ্গে আসিফ বলেন, ‘জেমির সঙ্গে এবারই প্রথম গাইলাম। ও ভালো গায়। গানটি বেঁধেছেন প্রীতম ব্যানার্জী, খুবই টেলেন্টেড একজন মিউজিশিয়ান। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে, শ্রোতারা বেশ পছন্দ করবেন গানটি।’
‘দুই দুইবার’ প্রকাশিত হবে ‘নিউ ভিশন বিডি’-এর ইউটিউব চ্যানেলে। পরের কয়েক মাসে আসিফের আরও কয়েকটি গান প্রকাশ পাবে চ্যানেলটিতে।
সারাবাংলা/টিএস/পিএ