Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে চ্যাপলিনের দশ কথা


১৬ এপ্রিল ২০১৮ ১৭:২৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ১৭:২৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

নির্বাক সিনেমার কিংবদন্তী অভিনেতা চার্লি চ্যাপলিন। শুধু অভিনেতাই নন, তিনি একাধারে পরিচালক এবং সুরকারও। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র। চ্যাপলিনের অভিনয় যেমন মানুষকে আলোড়িত করে, তেমনি তার বলা অনেক উক্তিও মানুষ দেয় ভাবনার খোড়াক। মহান এই চলচ্চিত্র ব্যক্তিত্বের ১২৯তম জন্মদিনে পাঠকদের জন্য তুলে ধরা হলো তেমনি কয়েকটি উক্তি।


  • আমরা চিন্তা করি বেশি, অনুভব করি কম। যন্ত্রপাতির চেয়েও আমাদের বেশি দরকার মানবিকতা। চতুরতার চেয়ে আমাদের বেশি দরকার উদারতা ও নম্রতা।

  • এই পাপপূর্ণ পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয় – এমনকি আমাদের দুঃখগুলোও!

  • ক্লোজ শটে দেখলে জীবন আসলে ট্রাজেডী, কিন্তু লংশটে সেটা কমেডি।

  • হাসি ছাড়া একটি দিন মানে দিনটির অপচয়।

  • জীবনের মানে জেনে তুমি কি করতে চাও? জীবন হচ্ছে আকাঙ্ক্ষা, মানে না।

  • সবচেয়ে কঠিন হলো সহজ হওয়া।

  • নীচের দিকে তাকিয়ে থাকলে রঙধনু দেখা যায় না।

  • ক্ষমতা তোমার তখনই দরকার যখন তুমি খারাপ কিছু একটা করতে চাও, এমনিতে সবকিছু পেতে ভালবাসাই যথেষ্ট।

  • আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম আয়না, কারণ আমি যখন কাঁদি সে তখন হাসে না।

  • আমি বৃষ্টিতে হাটতে পছন্দ করি যাতে কেউ আমার কান্না দেখতে না পায়।

সারাবাংলা/টিএস 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর