Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়াল স্মরণসভা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ এপ্রিল ২০২২ ১৮:৪০

১৫ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র গবেষক, লেখক, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়ালের প্রয়াণের প্রথম বার্ষিকী। গত ২০২১ সালের ১৫ এপ্রিল করোনা পরবর্তী জটিলতায় তিনি প্রয়াত হন। বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে তার চার দশকের যুক্ততার নিবিড়যাত্রার সমাপনীতে আমরা সকলেই শোকাহত হয়েছি। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ চলচ্চিত্র সংসদকর্মী, চলচ্চিত্র গবেষক-লেখক-সমালোচক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল আউয়াল স্মরণে স্মরণসভার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই স্মরণ আয়োজন ১৫ এপ্রিল (শুক্রবার), বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে এই স্মরণ আয়োজনে প্রয়াত প্রিয়জন সাজেদুল আউয়াল স্মরণে আলোচনায় অংশগ্রহণ করবেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, জেষ্ঠ্য চলচ্চিত্র সংসদ সংগঠক হাশেম সূফী, জেষ্ঠ্য চলচ্চিত্র সংসদ সংগঠক সিরাজ খান, নাট্য নির্দেশক ও অভিনয়শিল্পী আমিনুর রহমান মুকুল এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। এছাড়া আলোচনায় আরও অংশগ্রহণ করবেন বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র গবেষক-লেখক, সমালোচক, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্রকর্মীবৃন্দ। এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/এএসজি

চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়াল স্মরণে স্মরণসভা


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর