পহেলা বৈশাখে বিশেষ নাটক ‘গঠনমূলক প্রেমিক’
১৪ এপ্রিল ২০২২ ১৩:৩৪
পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘গঠনমূলক প্রেমিক’। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন- আরশ খান, মাখরুন মাহিমা।
‘গঠনমূলক প্রেমিক’ নাটকের গল্পে দেখা যাবে, আনুশ হচ্ছে সত্যবাদি যুধিষ্ঠির টাইপ ছেলে। মহল্লার বন্ধু ও ছোটভাইদেরকে সে সবসময় পরামর্শ দেয়, গঠনমূলক কাজ ও আলোচনা করার জন্য। চা আড্ডায় আনুশের এই কথায় কথায় গঠনমূলক আলোচনা শুনে বন্ধুরা পালায়।
আনুশ ও লিয়ার ৩ বছরের প্রেমের পরিসমাপ্তি ঘটে দুই পরিবারের এনগেজমেন্টের মধ্য দিয়ে। বন্ধুরা আনুশকে বলে, সে হচ্ছে একজন গঠনমূলক প্রেমিক। এসব শুনে আনুশ গর্বিত হয়। কিন্তু তার এই গর্ব বেশিদিন স্থায়ী হয় না। এনগেজমেন্টের পর থেকেই লিয়ার মধ্যে একটা ডমিনেটিং আচরণ আনুশকে বেকায়দায় ফেলে দেয়।
বিয়ের পরে তাদের বাচ্চা কাচ্চা কোন স্কুলে পড়বে এসব নিয়ে পরিকল্পনা শুরু করে লিয়া। এভাবে লিয়ার নানা খবরদারি দেখে আনুশের হাসফাস উঠে যায়। সে উপলব্ধি করে, লিয়া তার জন্য পারফেক্ট না। সে লিয়াকে বিয়ে করতে চায় না। কিন্তু এটা সে কিভাবে বলবে? এমনভাবে বলতে চায়, যাতে সাপ মরে আবার লাঠিও না ভাঙে। আনুশ পড়ে যায় চিন্তায়। তখন বন্ধু রাজুর পরামর্শে আনুশ এমন কিছু কান্ড করে লিয়ার সাথে যাতে লিয়া নিজেই ত্যক্ত বিরক্ত করে আনুশকে বিয়ে করতে রাজি না হয়। শুরু হয় নানা মজার কান্ডকারখানা।
বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে নাটকটি প্রচারিত হবে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ৮টায় আরটিভিতে।
সারাবাংলা/এএসজি