ভারতে দক্ষিণী ছবির দাপট অব্যাহত। বলা যায় বলিউডে এখন রাজত্ব করছে দক্ষিণের ইন্ডাস্ট্রি। ‘পুষ্পা-দ্য রাইজ’, ‘আরআরআর’-এর পর এবার ‘কেজিএফ-২’। দক্ষিণ ভারতের ছবির প্রতি যেভাবে আগ্রহ বাড়ছে হিন্দি বলয়ের দর্শকদের তাতে কপালে চিন্তার ভাঁজ হিন্দি ছবির নির্মাতাদের। ‘আরআরআর’ ঝড় এখনও অব্যাহত এর মাঝেই একেবারে নতুন ঝড় হয়ে আছড়ে পরেছে যশের ‘কেজিএফ-২’। বলা হচ্ছে, দক্ষিণী ছবির সাঁড়াশি চাপে নাজেহাল বলিউড।
দক্ষিণী তারকা যশ অভিনীত এই ছবি মুক্তির প্রথম দিন বক্স অফিসে ১৩৪.৯৫ কোটি রূপির ব্যবসা হাঁকাল। বাংলাদেশী মুদ্রাই যা প্রায় ১৫৪ কোটি টাকা। ‘আরআরআর’ বা ‘বাহুলবলী: দ্য কনক্লিউশন’-এর রেকর্ড ছুঁতে না পারলেও দুর্ধর্ষ পারফরম্যান্স এই ছবির।
প্রশান্ত নীল পরিচালিত এই কন্নড় ছবি মোট চারটি ভাষায় মুক্তি পেয়েছে। একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙেই চলেছে এই ছবি। হিন্দি বলয়ে এই ছবির কালেকশন প্রথম দিনেই ৫৩.২০ কোটি রূপি আয় করেছে। হিন্দি বলয়ে এই ছবি ঘিরে রীতিমতো উন্মাদনা। মুম্বাই, পুণে-তে এই কন্নড় ছবির শো শুরু হয়েছে ভোর ৬টা থেকে। মুম্বাইয়ে ছবির একটি টিকিটের দর উঠছে ১৪৫০ থেকে ১৫০০ রূপি। অন্যদিকে দিল্লিতে কেজিএফ ২-এর টিকিট বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ রুপিতে।
২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’-এর সিকুয়েল এই ছবি। প্রথম ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ২৫০ কোটি রূপি আয় করেছিল। ট্রেন্ড বলছে মুক্তির দুইদিনের মধ্যেই ‘কেজিএফ: চ্যাপ্টার ১’-এর রেকর্ড ভাঙতে খুব বেশি পরিশ্রম করতে হবে না টিমকে।
মাফিয়া রকির গল্প ফের এখবার উঠে আসবে এই ছবিতে। যশ ছাড়াও এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনীধি শেট্টিরা। কেজিএফ ২-এর শেষে ইঙ্গিত মিলেছে ছবির তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই পর্দায় হাজির হবেন পরিচালক। করোনাকালে যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল ভারতের সিনেমা শিল্প, তা যেন একটু একটু করে কাটছে দক্ষিণী ছবির হাত ধরে।