Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্নাকে নিয়ে গান লিখলেন তার স্ত্রী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ১০:৪৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১১:৩৮

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না মারা গিয়েছিলেন ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি। তার স্ত্রী শেলি মান্না ভক্তদের মধ্যে তাকে বাঁচিয়ে রাখার জন্য নানা উদ্যোগ নিয়েছেন। মান্নার প্রোডাকশন হাউজ থেকে ছবি নির্মাণ করেছেন। এবার তাকে নিয়ে গান লিখেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইবরার টিুপু ও কান্তা।

এ প্রসঙ্গে শেলী মান্না বলেন, ‘আপনজন হারানোর ব্যথা কথায় ও ভাষায় প্রকাশ করা যাবে না। মান্নাকে হারিয়েছে অনেক বছর। তাঁর শূন্যতা আমাদের এখনো ভাবায়, কাঁদায়। মান্না চলে গেলেও তার স্মৃতি আমাদের অন্তরে। তাঁর অসমাপ্ত কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাঁকে স্মরণ করে এবারই প্রথম একটি গান লিখলাম। কৃতাঞ্জলির ব্যানারে ঈদের দিন গানটি প্রকাশ পাবে।’

বিজ্ঞাপন

গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু।

সারাবাংলা/এজেডএস

গান টপ নিউজ মান্না শেলি মান্না