Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদুল ফিতরে ৭ পর্বের ধারাবাহিক ‘হোয়াট ইজ লাভ’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ এপ্রিল ২০২২ ১৬:০৮

ইদুল ফিতর উপলক্ষে নির্মিত হলো ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন- মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমূখ।

‘হোয়াট ইজ লাভ’ ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে, প্রেমে ব্যর্থ হয়ে এক কাপড়ে কাতার চলে গিয়েছিলো আক্কাস। দীর্ঘ বছর পর দেশে ফিরে এসেছে। এখনো বিয়েশাদী কিছু করেনি। পুরান প্রেম এখনো সে ভুলতে পারেনি। শুধু তাই নয়, তার সাবেক প্রেমিকা শুধু একদিন মুখ ফুটে বলেছিল, তোমাকে এই শার্টে খুব হ্যান্ডসাম লাগে। এরপর থেকে আর কোন শার্টই কেনেনি আক্কাস। তাই বলে একজনের বিরহে জীবন পার করার পাত্র নয় সে।

বিজ্ঞাপন

আপন বলতে আছে এক বড় বোন রেবা। আর দুলাভাই অয়ন চৌধুরী। বোন দুলাভাইয়ের সংসারে কোন সন্তান নেই। বোনের ইচ্ছা ভাইটাকে বিয়ে দিয়ে ঘরটা ছানা পোনায় ভরে রাখবে। কিন্তু ভাই আক্কাস প্রেম ছাড়া বিয়ে করবেনা। একের পর এক প্রেম করে যাচ্ছে কিন্তু কোন প্রেমই তার টেকে না। আক্কাসের দর্শন হচ্ছে, টাকা পয়সা ধন দৌলত কিছুই থাকেনা পৃথিবীতে। থাকে শুধু মায়া, প্রেম, ভালবাসা। তাই সে নিজেকে একজন আদর্শ হৃদয়বান প্রেমিক পুরুষ হিসেবে পৃথিবীতে রেখে যেতে চায়। পৃথিবীর মানুষ যেন যুগে যুগে তার প্রেমের জয়গান করে। তার নামে যেন প্রেমের সমাধী হয়।

৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’ প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

ইদুল ফিতরে ৭ পর্বের ধারাবাহিক ‘হোয়াট ইজ লাভ’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর