Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান চলবে ৩৪ সিনেমা হলে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২২ ১৭:০৫

সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘শান’ মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের এ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে।

ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে মোট ৩৪টি সিনেমা হলে চলবে। ‘শান’-এর সিনেমা হল তালিকা সারাবাংলার পাঠকদের জন্য দেওয়া হল।

ঢাকার মধ্যকার হল: স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা (পান্থপথ), স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার (ঝিগাতলা), স্টার সিনেপ্লেক্স, এসকেএস টাওয়ার (মহাখালী), স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার (মিরপুর-১), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুমিতা (মতিঝিল), শ্যামলী (শ্যামলী স্কয়ার), আনন্দ (ফার্মগেট), সৈনিক ক্লাব (বনানী)

ঢাকার বাইরের হল: সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), মম ইন (বগুড়া), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), বর্ষা (জয়দেবপুর, গাজীপুর), সিনেস্কোপ (চাষাড়া, নারায়ণগঞ্জ), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), ঝংকার (পাঁচদোনা, নরসিংদী), রূপকথা (শেরপুর), মধুমতি (ভৈরব, কিশোরগঞ্জ), মেহেরপুর (মেহেরপুর), সঙ্গীতা (সাতক্ষীরা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), রাজমহল (চাঁপাই নবাবগঞ্জ), রাধানাথ (শ্রীমঙ্গল), ডায়মন্ড (বোয়ালমারী, ফরিদপুর)।

ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

বিজ্ঞাপন

আজাদ খানের গল্পে ‘শান’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

সারাবাংলা/এজেডএস

পূজা চেরি শান সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর