শাকিব-পূজার ছবি ২৮ হলে
২ মে ২০২২ ১৯:৩৯
নৌকা বাইচ, একজন মাঝির জীবন জীবিকা, প্রেম, ভালোবাসা ও এর মধ্য দিয়ে সমাজের প্রতিচ্ছবি নিয়ে এস এ হক অলিক বানিয়েছেন ‘গলুই’। এ ছবিতে একজন মাঝির চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার বিপরীতে আছেন পূজা চেরি। ছবিটি এবারের ঈদে ২৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
ঢাকার ভিতরের হল: স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা (পান্থপথ), স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার (ঝিগাতলা), স্টার সিনেপ্লেক্স, এসকেএস টাওয়ার (মহাখালী), স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার (মিরপুর-১), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সেনা অডিটোরিয়াম (নবীনগর, সাভার)।
ঢাকার বাইরে: সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রূপকথা (পাবনা), মডার্ণ (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), স্বর্ণমহল (রূপসী, নারায়ণগঞ্জ), সাথী (আড়াইহাজার, নারায়ণগঞ্জ), সোহাগ (ঘোড়াশাল, নরসিংদী), রংধনু (নজিপুর, নওগাঁ), চিত্রালী (খুলনা), আশা (মেলান্দহ, জামালপুর), শিল্পকলা অডিটোরিয়াম (জামালপুর),ফরিদুল হক অডিটোরিয়াম (ইসলামপুর, জামালপুর), নুরুন্নাহার অডিটোরিয়াম (মাদারগঞ্জ, জামালপুর), রুমা (মুক্তাগাছা, ময়মনসিংহ), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), কথাচিত্র (কটিয়াদি, কিশোরগঞ্জ), মল্লিকা (উল্লাপাড়া, সিরাজগঞ্জ), নাজমা (জয়পুরহাট), আলোছায়া (শরীয়তপুর)।
এ ছবির জন্য প্রযোজক হিসেবে আছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। এটি ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকার অনুদান পেয়েছে। এটি শাকিবের ক্যারিয়ারের প্রথম অনুদানের ছবি হতে যাচ্ছে।
ছবির নাম ‘গলুই’ রাখা হয়েছে নৌকা চালানোর জন্য যে গলুই লাগে তা থেকে। অলিক বলেন, ছবিতে আমরা বলবো একটি সম্প্রদায়ের কথা। বলবো দেশীয় ঐতিহ্য নৌকা বাইচের কথা, যা এখন বিলুপ্তপ্রায়। তা কীভাবে হারিয়ে যাচ্ছে সে গল্পও তুলে আনার চেষ্টা থাকবে।
‘গলুই’ ছবির একটা বড় অংশ জুড়ে থাকছে নৌকা বাইচের দৃশ্য।
শাকিব খান এর আগে অলিকের পরিচালনায় ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন পরীমণি।
সারাবাংলা/এজেডএস