সেপ্টেম্বরে মুক্তি পাবে বঙ্গবন্ধুর বায়োপিক
৩ মে ২০২২ ১৬:০৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বানানো হচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটির দ্বিতীয় পোস্টার প্রকাশিত হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে ছবিটি এ বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে।
বঙ্গবন্ধুর এবারের জন্মবার্ষিকীতে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। প্রথম পোস্টারে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আদলে সাধারণ জনসাধারণের উদ্দেশ্য হাত নাড়ার দৃশ্য রাখা হয়। এবারের পোস্টারের একই দৃশ্য রাখা হয়েছে। তবে দুটি পোস্টারের মধ্যে পার্থক্য হচ্ছে আগের পোস্টারে শুধু হাত দেখা গেছে। এবারের পোস্টারে বঙ্গবন্ধুর লুকে অভিনেতার মুখায়ব দেখা গেছে। তবে তা এক পাশ থেকে।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনা নির্মিত হচ্ছে ‘মুজিব’। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
বঙ্গবন্ধুর এই বায়োপিকে তার সময়ের গুরুত্বপূর্ণ সব চরিত্রই থাকছে। এর মধ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন— তৌকির আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), রাইসুল ইসলাম আসাদ (মওলানা ভাসানী), সাবিলা নূর (শেখ রেহানা), সিয়াম আহমেদ (শামসুল হক), খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), চঞ্চল চৌধুরী (তরুণ লুৎফর রহমান), দিলারা জামান (সায়েরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রিয়াজ আহমেদ (তাজউদ্দিন আহমেদ), তুষার খান (মানিক মিয়া), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরিসহ (এম মনসুর আলী) অন্যরা।
সারাবাংলা/এজেডএস
আরিফিন শুভ তিশা দ্বিতীয় পোস্টার নুসরাত ফারিয়া বায়োপিক মুজিব: একটি জাতির রূপকার