সৃজনশীলদের জন্য বেঙ্গলের নতুন মঞ্চ
১৮ এপ্রিল ২০১৮ ১২:২৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সৃজনশীল মানুষদের এক জায়গায় আনার চেষ্টা হিসেবে নতুন উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্রুপ। নতুন এই উদ্যোগের নাম ‘বেঙ্গল ক্রিয়েটিভ হাব’। এটি মূলত একটি ওয়েব সাইট। যেখানে একসঙ্গে পাওয়া যাবে বিভিন্ন মাধ্যমের সৃজনশীলদের এবং পাওয়া যাবে তাদের কাজও।
উদ্যোগকে এক ধাপ এগিয়ে নিতে আসছে ২৩ এপ্রিল, সোমবার, অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্ট ২০১৮’। ২৩ ও ২৪ এপ্রিল, এই দুই দিন রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে এই মেলা। এই অনুষ্ঠানে ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বেঙ্গল ক্রিয়েটিভ হাবের ওয়েবসাইট।
সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, ডিজাইনার, গ্রাফিক্স-এনিমেটর, স্থপতিসহ বিভিন্ন ক্ষেত্রের সৃজনশীল মানুষরা তাদের কাজের মাধ্যমে ওয়েবসাইটটিতে নিজের পেশাদারি আইডি খুলতে পারবেন।
এ ব্যাপারে বেঙ্গল গ্রুপের ক্রিয়েটিভ প্ল্যানিং অ্যান্ড কো-অরডিনেশন বিভাগের পরিচালক ঈশীতা আজাদ বলেন, ‘প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে আগ্রহীকে তার সৃজনশীল কাজের ভিডিও বা পিডিএফ পাঠাতে হবে। তারপর সেটি যাচাই বাছাই হওয়ার পর সেই আগ্রহী হয়ে যাবেন বেঙ্গল ক্রিয়েটিভ হাবের একাউন্টধারী। এতে করে সৃজনশীলদের অনেক কাজ একসঙ্গে পাবার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সৃজনশীল মানুষটির কাজের সুযোগ বাড়বে এমনকি সৃজনশীল কাজ বিক্রি হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।
সৃজনশীলদের নিয়ে এমন প্ল্যাটফর্ম এটাই প্রথম। এ প্রসঙ্গে ঈশীতা আজাদ বলেন, ‘হ্যাঁ, এই ধরনের প্ল্যাটফর্ম শুধু দেশে কেন ভারতেও নেই। সৃজনশীলদের নিয়ে বেঙ্গল ক্রিয়েটিভ হাব হবে একটি প্রফেশনাল সাইট। লেখক, সাহিত্যিক, শিল্পী, আর্টিস্টদের একসঙ্গে করার জন্যই এই উদ্যোগ।’
২৩ ও ২৪ এপ্রিলের বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্টে অংশ নিতে আগ্রহীদের করতে হবে রেজিস্ট্রেশন।
রেজিস্ট্রেশন লিংক: http://fest-reg.bengalcreativehub.com/
সারাবাংলা/পিএ/পিএম