Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শওকাতের নতুন গান ‘দেখোনা তুমি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২২ ১৪:২৯

বাংলা গানের অনলাইন ভুবনে নতুন ঝড় তুলে দিলেন তিনি। জনপ্রিয় গায়িকা ঐশীর কন্ঠে ‘দেখোনা তুমি’ শিরোনামে নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে আবারও হাজির হলেন শওকাত।

রকস্টার জেমসের ‘পাগলা হাওয়া’ এবং আইয়ুব বাচ্চুর ‘এক আকাশ তারা’ গানের সুরস্রষ্টা শওকাত ঐশীর কন্ঠে তার সৃষ্টি নতুন এ গানটি প্রকাশ করেন নিজের ইউটিউব চ্যানেলে।

গানটির চমৎকার কাব্যময় কথাগুলিও লিখেছেন শওকাত। এর সুর সংযোজন এবং মিউজিক আয়োজনও তার। আর শাহরিয়ার পলকের পরিচালনায় প্রেক্ষাগৃহ নির্মিত মিউজিক ভিডিওতে ভিএফএক্স করেছেন জাকির জয়।

দুই যুগকাল গানের ভূবনে বিচরণকালে প্রায় ৭০০ গানের সঙ্গীত আয়োজন করেছেন শওকাত। প্রায় তিন শতাধিক গানের গীতিকারও তিনি। এ পর্যন্ত ৪৬টি অ্যালবাম উপহার দিয়েছেন। জেমস এবং আইয়ুব বাচ্চু ছাড়াও তার সুর ও সঙ্গীতে গান করেছেন শাফিন আহমেদ, মাকসুদ, রুনা লায়লা, আসিফ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, কানিজ সুবর্ণা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, এসআই টুটুল, তিশমা, টিপু, নাসিম আলি খান, ন্যান্সির মত বিখ্যাত শিল্পীরা।

সারাবাংলা/এজেডএস

ঐশী দেখোনা তুমি শওকাত