Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলেগু সম্প্রদায় নিয়ে প্রামাণ্যচিত্র

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২২ ১৭:৩৩

তেলেগু সিনেমা কম-বেশি আমরা সবাই দেখি। কিন্তু বাংলাদেশে এই সম্প্রদায়ের মানুষ আছে, তা অনেকেই জানি না। জানি না কেমন তাদের জীবনধারাও। সম্প্রতি এই সম্প্রদায়ের মানুষদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন ইমতিয়াজ মেহেদী হাসান।

প্রামাণ্যচিত্রটি নিয়ে ইমতিয়াজ বলেন, আলাদা ভাষা ও আলাদা সম্প্রদায়ের মানুষ তেলেগুরা। চেষ্টা করেছি তাদের কথা নির্মাণশৈলীর মাধ্যমে ফুটিয়ে তোলার। এদেশে তাদের গোড়াপত্তন, প্রাপ্তি-অপ্রাপ্তি, না বলা কথা সবই থাকবে ‘চাদরটা সরিয়ে দাও’ শীর্ষক প্রামাণ্যচিত্রটিতে। এর মাধ্যমে মানুষ অনেক অজানাকে জানতে পারবে। বুঝতে পারবে তেলেগুদের চলার পথ, সাধারণের তুলনায় কতোটা অমসৃণ।

রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে প্রামাণ্য চিত্রটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির প্রযোজনায় এর কাহিনীচিত্র লিখেছেন নির্মাতা ইমতিয়াজ মেহেদী হাসান নিজেই।

তেলেগু ডেভেলপমেন্ট সোসাইটি ও বার্তাকক্ষর সার্বিক সহযোগিতায় শিগগিরই প্রামাণ্যচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত করা হবে।

সারাবাংলা/এজেডএস

ইমতিয়াজ মেহেদী হাসান চাদরটা সরিয়ে দাও তেলেগু প্রামাণ্যচিত্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর