Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিয়াম এবার হিন্দি ছবিতে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২২ ১৯:৫৮ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:১০

এ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ‘ইন দ্য রিং’ নামক একটি হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পের ছবিটি ভারতের নারী মুসলিম বক্সার শামাকে নিয়ে।নেটফ্লিক্সের লিটল থিংস সিরিজের অভিনেত্রী ভারতের মিথিলা পালকার ও জাভেদ জাফরি আছেন সিয়ামের সঙ্গে। এমনটাই জানাচ্ছে চলচ্চিত্র বিষয়ক আন্তর্জাতিক পত্রিকা ভ্যারাইটি।

চার মাস আগে ছবিটির জন্য অডিশন দিয়েছিলেন সিয়াম। তিন মাস আগে তাকে নিশ্চিত করা হয়। সিয়াম অভিনীত চরিত্রটির নাম রওশন। সিয়াম জানান, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছে। চলতি মাসে শুটিং শুরু হবার কথা রয়েছে।

বিজ্ঞাপন

হিন্দি ও তেলেগু ভাষায় নির্মিত হবে ‘ইন দ্য রিং’। সিনেমাটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্র ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা অলকা রাঘুরাম। আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটিও খবরটি নিশ্চিত করেছেন।

পরিচালক অলকা রঘুরাম এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে প্রশংসিত ডকুমেন্টারি বোরকা বক্সার্স পরিচালনা করেছিলেন।

সারাবাংলা/এজেডএস

ইন দ্য রিং সিয়াম আহমেদ হিন্দি ছবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর