Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে আসাফ্‌উদ্দৌলাহর ১৩ গানের ভিডিও

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২২ ২০:৪৩

সুরকার, গীতিকার ও সংগীতজ্ঞ মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ কাজ করেছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কিংবদন্তী সংগীতশিল্পীদের সঙ্গে। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন ফিরোজা বেগম, ওস্তাদ গুলাম আলী, ওস্তাদ হামিদ খান, ওস্তাদ সাগীর উদ্দিন খান, আবিদা পারভীন এবং হৈমন্তী শুক্লা। আসাফ্উদ্দৌলাহর কথা ও সুরে প্রকাশিত হয়েছে ১৩টি গানের ভিডিও।

রোববার (২২ মে) সন্ধ্যায় গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিউজিক ভিডিওগুলো প্রকাশ করা হয়য়। গানগুলোতে কলকাতার বর্তমান সময়ের শিল্পী পিউ মুখার্জি কণ্ঠ দিয়েছেন। সঙ্গীত আয়োজন করেছেন পন্ডিত তেজেন্দ্র মজুমদার।

বিজ্ঞাপন

গানগুলোর শিরোনাম হলো— পড়ে কি মনে, অবাক আলোয়, এখন সময় হল, বাইরে শ্রাবণ, কেনো চলে যেতে, কারে কারে বলি, কোনো রাত, মেঘ এসে ছুঁয়ে যায়, ফিরে ফিরে চেয়ে, রং এ তোমায় সাজাবো, গাছের সারি, তুমি ছাড়া কে বা, তুমিতো এখনও।

ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে গায়িকা পিউ মুখার্জি নির্বাচিত ৬টি গান পরিবেশনা করে অতিথিদের মুগ্ধ করেন। মিউজিক ভিডিওগুলি মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ’র নিজস্ব ইউবটিউব চ্যানেলে দেখা যাবে।

সারাবাংলা/এজেডএস

মোহাম্মদ আসাফ্‌উদ্দৌলাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর