দীর্ঘ ২৬ মাস পর মঞ্চে সুবচনের ‘মহাজনের নাও’
২৬ মে ২০২২ ১৪:৪২
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাটক গুলির মধ্যে অন্যতম একটি প্রযোজনা- ‘মহাজনের নাও’। সাধক, গীতিকবি ও গায়ক শাহ আব্দুল করিমের জীবন ও দর্শন উপর ভিত্তি করে সুবচন নাট্য সংসদ’র প্রযোজনায় নাটকটি লিখেছেন শাকুর মজিদ ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। বাঙালি জীবনের সংস্কৃতির বহমান ‘পালা’ রীতি অবলম্বনে শাহ আবদুল করিমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাহিনী বর্ণন নাট্য উপস্থাপনাটির মূল বিষয়।
সুবচন নাট্য সংসদের জনপ্রিয় এই নাটকটি প্রথম প্রদর্শিত হয় ২০১০ সালের ১৮ জুন। এরপর এটি ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং দেশের বাইরে দক্ষিণ কোরিয়া, লন্ডন, ভুটান, আসাম, ত্রিপুরা, বহরমপুর, জলপাইগুড়ি ও কলকাতার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নাট্য উৎসবসহ অষ্টম থিয়েটার অলিম্পিকে ওড়িশা ও দিল্লির এনএসডিতে প্রদর্শিত হয়। করোনার কারনে ২৬ মাসের দীর্ঘ বিরতির পরে এবার এই নাটকের প্রদর্শনী হতে চলেছে। ২৭ মে (শুক্রবার) সন্ধা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এর ১২৯ তম প্রদর্শনী হবে।
শাহ আব্দুল করিমের জীবন ও দর্শন নির্ভর এই নাটকে দেখা যায় বাউল সম্প্রদায়ের একটা অংশ গান রচনা করেন দেহতত্ত নিয়ে। নিজেকে জানার, নিজেকে আবিষ্কার করার এবং সৃষ্টিকর্তাকে খোঁজার চেষ্টায় তারা জীবনভর সাধনা করেন। এ সাধনার অংশ হিসাবে তাঁরা কেউ কেউ গান রচনা করেন এবং নিজেও গান।
বাউল সাধক শাহ্ আব্দুল করিমের সারা জীবনের সাধনা ছিল নিজেকে জানা এবং সৃষ্টিকর্তার রহস্য উৎঘাটন করা। এ ক্ষেত্রে দেহতত্তকে প্রাধান্য দিয়ে তিনি অনেক গান লিখেছেন এবং যেহেতু শাহ্ আব্দুল করিম সুনামগঞ্জের ভাটি অঞ্চলের মানুষ ছিলেন, তার গানে তিনি নৌকাকে অনেক বেশী ব্যবহার করেছিলেন; নিজের দেহের রূপক হিসাবে। তিনি নিজেকে ভেবেছিলেন যেন কোনো এক মহাজনের কাছ থেকে ধার পাওয়া এক নৌকা। যে নৌকার মালিক তিনি নন, শুধু মাত্র সঠিকভাবে চালিয়ে কোনো এক ‘সোনারগাঁও’ এ পৌছানোর গুরু দায়িত্ব তার। জীবনের সায়াহ্নে এসে তার নাও কোন গাঁওয়ে ভিড়েছে- সে শুধু তার মহাজন জানেন। মূলত শাহ্ আব্দুল করিমের জীবনের জটিলতা, সংকট এবং তার থেকে উত্তরণের বিষয়গুলো এ নাটকে প্রকাশ পেয়েছে। তার সাথে উঠে এসেছে জীবন ও জগৎ সম্পর্কে তার বোধ এবং দর্শন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, আহাম্মেদ গিয়াস, আনছার আলী, আসাদুল ইসলাম, শাহ সালাউদ্দিন, সোনিয়া হাসান, তানভীর আহাম্মেদ, ফজলুল হক রাসেল, সোহেল খান, ইমতিয়াজ শাওন, হোসেন ইমরান, সোহান, আল আমিন, আরিফ, সবুজ ও প্রনব সহ অনেকে।
সারাবাংলা/এএসজি
দীর্ঘ ২৬ মাস পর মঞ্চে সুবচনের ‘মহাজনের নাও’ বাউল সম্রাট শাহ আব্দুল করিম মহাজনের নাও শাকুর মজিদ শাহ আব্দুল করিম সুদীপ চক্রবর্তী সুবচন নাট্য সংসদ সুবচনের ‘মহাজনের নাও’