দ্বিতীয় সপ্তাহে ১৭ হলে ‘পাপ পুণ্য’
২৭ মে ২০২২ ১৬:২২
গিয়াস উদ্দিন সেলিমের ভালোবাসার ট্রিজলির শেষ পর্ব ‘পাপ পুণ্য’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও আফসানা মিমি। ২০ মে মুক্তি পাওয়া ছবিটি দ্বিতীয় সপ্তাহে এসে চলছে ১৭টি সিনেমা হলে।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘পাপ পুণ্য’। ছবিটির মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশের ছবি উত্তর আমেরিকার ১১২টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। স্বপ্ন স্কেয়ার ক্রো ছবিটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে আছে। ‘পাপ পুণ্য’ মুক্তি পেয়েছে এক যোগে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেটের ১০০ এর বেশি শহরে।
দ্বিতীয় সপ্তাহে দেশের যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘পাপ পুণ্য’:
ঢাকার মধ্যে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা (মতিঝিল)।
ঢাকার বাইরে: ছায়াবানী (ময়মনসিংহ), মালঞ্চ (টাঙ্গাইল), জয় সিনেপ্লেক্স (জিঞ্জিরা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), লিবার্টি (খুলনা), মধুবন (বগুড়া), তাজ সিনেমাস (নওগাঁ), মধুমতি (ভৈরব), সেনা (সাভার ক্যান্টনমেন্ট), বনলতা (ফরিদপুর)।
সারাবাংলা/এজেডএস
আফসানা মিমি গিয়াস উদ্দিন সেলিম চঞ্চল চৌধুরী পাপ-পুণ্য সিয়াম আহমেদ