Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রকস্টার রনি আফফান মিতুল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ২০:০৬

ঢাকাই সিনেমার নবাগত নায়ক আফফান মিতুল সম্প্রতি শেষ করলেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ময়না’র শুটিং। এই সিনেমায় মিতুল অভিনয় করেছেন একজন রকস্টার রনির চরিত্রে। তার বিপরীতে জুটিবদ্ধ হয়েছেন রাজ রিপা।

মিতুল জানান, ছবিটিতে অভিনয়ের জন্য মিতুলকে বেশ কসরত করতে হয়েছে। শিখেছেন গিটার বাজানো। ‘ময়না’ নির্মিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্যাহ খোকনের গল্পে। এটি পরিচালনা করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ।

বিজ্ঞাপন

‘ময়না’ ছাড়া আরও তিনটি ছবিতে অভিনয় করছেন বর্তমানে। ছবিগুলো এ বছরই প্রেক্ষাগৃহে আসছে। বাকি ছবিগুলো হচ্ছে আবু তাওহিদ হিরণ পরিচালিত ‘আদম’, রুবেল মাহমুদ পরিচালিত ‘নিশ্চুপ ভালোবাসা’ এবং ইভান পরিচালিত ‘মুনাফিক’।

‘আদম’-এ ঐশী, ‘নিশ্চুপ ভালোবাসা’-য় সারা জেরিন, ‘মুনাফিক’-এ শীতল রয়েছেন মিতুলের বিপরীতে।

সারাবাংলা/এজেডএস

আফফান মিতুল জাজ মাল্টিমিডিয়া মঞ্জুরুল ইসলাম মেঘ ময়না রকস্টার রাজ নিপা