দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এবার সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে থাকছেন। আগামী ৮ থেকে ১৯ জুন পর্যন্ত চলবে উৎসবটি।
উৎসব কর্তৃপক্ষ মঙ্গলবার (৩১ মে) বিচারকদের এ তালিকা প্রকাশ করে। ফারুকী ছাড়া আরও যারা উৎসবটির বিচারক হিসেবে থাকছেন- লেখক ও নির্মাতা জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার জয়ী লেখক-নির্মাতা-প্রযোজক সেমিহ কাপ্লানোগলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়ান ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক ইউকা সাকানো (জাপান)।
উৎসবে প্রতিযোগিতা বিভাগে এক ডজন ছবি ছাড়াও অন্যান্য বিভাগে ৬৪টি দেশ থেকে থাকছে দুইশোর মতো সিনেমা। তারমধ্যে আছে ফারুকীর আলোচিত ছবি ‘নো ল্যান্ডস ম্যান’।
উৎসবে ১৬ ও ১৯ জুন দর্শক দেখতে পারবেন ‘নো ল্যান্ডস ম্যান’। ১৬ জুন স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে জর্জ স্ট্রিটের ৩ নম্বর সিনেমা হলে এবং ১৯ জুন রাত ৮টায় প্যালেস সেন্ট্রাল সিনেমা হলে অগ্রিম টিকেট কেটে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।