Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বলছেন জোলি


১৯ এপ্রিল ২০১৮ ১৫:৫০ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৫:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সংসার ভেঙেছে অনেকদিন। এরই মধ্যে বেশ কজন নারীর সঙ্গে ডেট করেছেন ব্রাড পিট। গুঞ্জন আছে, সাবেক স্ত্রী জ্যানিফার অ্যানিস্টনের কাছেই নাকি ফিরে যাচ্ছেন এই ‘ফাইটক্লাব’ তারকা। যদিও নিজের সম্পর্ক নিয়ে এখনো খোলাখুলি কিছু বলেননি তিনি। এরই মধ্যে আবার নতুন করে শোনা যাচ্ছে, মেচাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির প্রফেসর নেরি ওক্সম্যানের সঙ্গে তার প্রেমের সম্পর্কে জড়ানোর খবর।

স্থাপত্যের শিক্ষক নেরি ওক্সম্যানের সঙ্গে ব্রাড পিটের প্রেমের গুঞ্জনে সবচেয়ে বেশি অবাক হয়েছেন সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হলিউড লাইফ জানাচ্ছে, আগের স্বামীর নতুন প্রেমের খবরে নাকি হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছেন ‘মিসেস স্মিথ’ খ্যাত জোলি।

বিজ্ঞাপন

কারণ, পিটকে এখনো ভালবাসেন তিনি। আর এই খবর মিডিয়াকে দিয়েছেন, জোলি-পিটের পারিবারিক বন্ধু ও সতীর্থ অভিনেতা জর্জ ক্লুনি। বলেছেন, পিট আবারেও কারো সঙ্গে সম্পর্কে যাক সেটা চান না জোলি। ক্লুনি আরও জানিয়েছেন, জোলি এতোটাই রাগ করেছেন যে সে আবারও মানসিক ভাবে ভেঙ্গে পড়তে পারেন। জোলি রাগ করে যে কথাগুলো বলেছেন সেগুলোও এলোমেলো ছিল বলে জানিয়েছেন ক্লুনি।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর