আগস্টে হলে আসছে ‘ময়ূরাক্ষী’
১ জুন ২০২২ ১৮:১৩
রাশিদ পলাশ ‘ময়ূরাক্ষী’ ছবির ঘোষণা দেন গত বছর। গত ৩০ নভেন্বর হোটেল ইন্টারকন্টিনেনটালে ছবিটির পোস্টার উন্মোচন ও মহরত অনুষ্ঠিত হয়। রাশিদ জানালেন আগস্টে সিনেমা হলে দর্শকরা ছবিটি দেখতে পাবেন।
তিনি সারাবাংলাকে বলেন, আমাদের ছবির ২-৩ দিনের কিছু প্যাচ ওয়ার্ক বাকি রয়েছে। এছাড়া সম্প্রতি আমরা ডাবিং শেষ করেছি। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আশা করছি আগস্টের মাঝামাঝি ‘ময়ূরাক্ষী’ দর্শকদের মাঝে নিয়ে আসতে পারবো।
‘ময়ূরাক্ষী’-র গল্প নিয়ে পরিচালক জানালেন, এটি নির্মিত হয়েছে প্রেম ও প্রতারণার গল্পে। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে ছবিটির প্রধান চরিত্রে আছেন ববি, শিরিন শিলা। আরও আছেন সুদীপ বিশ্বাস দীপ।
খবরে এসেছে ছবিটির নির্মিত হবে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে। সেক্ষেত্রে অনুমতির ব্যাপার এসে যায়। এ নিয়ে পরিচালক বলেন, আমাদের ছবির গল্পের একটা অংশ বিমান ছিনতাই। তবে তা কখনই মূল নয়।
ছবিটি নির্মিত হয়েছে আজ ইন্টারন্যাশনালের ব্যানারে।
সারাবাংলা/এজেডএস