ইদে আসছে আঁখির ‘পাগল বানাইলি’
৬ জুন ২০২২ ১৪:৩৩
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে দীর্ঘ সময় ধরে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। এই দীর্ঘ সময়ে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন আঁখি। এরই ধারাবাহিকতায় আগামী ইদুল আজহায় তার একটি অন্যরকম নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘পাগল বানাইলি’। গানটি লিখেছেন মাহমুদ আরেফিন রুমী, সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে বলে জানান আঁখি আলমগীর।
গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘পাগল বানাইলি গানটি খুব সুন্দর। এটি একটি পার্টি সং। গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এর আগেও রাফাতের সুরে গান গেয়েছি। শিরোনামে তুমি আমার তারই সুর করা গান। আমার সঙ্গে রাফাত গেয়েছিলো। পাগল বানাইলি গানটি একটু অন্যরকম। আশা করছি ভালোলাগবে সবার।’
গীতিকার রুমী জানালেন, ‘আঁখি আপুর কণ্ঠে গানটি প্রাণ পেয়েছে। আর রাফাত ভাই চমৎকার সুর ও সঙ্গীত করেছেন। আশা করি, গানটি সবার পছন্দ হবে।’
এদিকে আঁখি আলমগীর আরও জানান, এরইমধ্যে গুনী সুরকার মান্নান মোহাম্মদের সুরেও নতুন মৌলিক গান গেয়েছেন তিনি। আঁখির সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘কেন এতো ভয়’। গানটির কথা লিখেছেন মারুফ হাসান এবং সুর সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার। এটি ‘বাপ্পা মজুমদার’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, আঁখি আলমগীর বাংলাদেশের একমাত্র সঙ্গীতশিল্পী যিনি গানে এবং অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। ছোটবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমাতে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরবর্তীতে তার বাবারই পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় রুনা লায়লার সুরে, গাজী মাজহারুল আনোয়ারের কথায় ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি’ গানটি গাওয়ার জন্য গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
সারাবাংলা/এএসজি