Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘শান’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ১৮:২৫

এবারের ঈদে দেশের দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ‘শান’। এম রাহিম পরিচালিত ছবিটি এবার দেখা যাবে উত্তর আমেরিকায়। পরিবেশনার দায়িত্বে আছে স্বপ্ন স্কেয়ারক্রো। তারা ইতোমধ্যে দেবী, ঢাকা অ্যাটাক, পাপ পুণ্যসহ গত কয়েক বছরে মুক্তি পাওয়া আলোচিত প্রায় সকল বাংলাদেশি ছবির বিশ্ব পরিবেশক হিসেবে কাজ করেছে।

আগামী ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০ হলে দেখা যাবে ‘শান’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

রোববার (৫ জুন) শানের প্রযোজনা সংস্থার সঙ্গে তাদের চুক্তি হয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে ‘ডিনার উইথ সিয়াম-পূজা’ ইভেন্টের সময় এটি সম্পন্ন হয়।

সিনেমাটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তিস্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’র প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

চুক্তিস্বাক্ষর শেষে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘‘প্রথম সপ্তাহ আমরা ৮০টি হলে মুক্তি দিচ্ছি ‘শান’। তবে আমাদের লক্ষ্য একশ’টি। পরের সপ্তাহে একশ’ পূর্ণ হবে বলে আমাদের বিশ্বাস।”

‘শান’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী।

সারাবাংলা/এজেডএস

উত্তর আমেরিকা পূজা চেরি শান সিয়াম আহমেদ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর