Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভ চলছে ৩৩ সিনেমা হলে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ১৭:০৬

শুক্রবার (১০ জুন) মুক্তি পেয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’। সারাদেশের ৩৩টি সিনেমা হলে ছবিটি দেখা যাচ্ছে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত শান্ত খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এটি নির্মিত হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের উপর ভিত্তি করে।

বৃহস্পতিবার (৯ জুন) কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সে শোয়ে উপস্থিত হতে পারেননি শ্রাবন্তী। তবে ছবিটি মুক্তি উপলক্ষ্যে নিজের ফেসবুকে এক ভিডিওবার্তা দিয়েছেন শ্রাবন্তী। সেখানে তিনি বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। এজন্য আমি আনন্দিত। ইচ্ছে ছিল সিনেমাটির মুক্তির সময় বাংলাদেশে থাকব। কিন্তু অন্য সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে অবস্থান করায় সেটা হয়নি। আশা করি, সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন।’

শান্ত খান বলেন, একটা সিনেমা নির্মাণে ক্যামেরার সামনে-পেছনে অনেক মানুষের কষ্ট জড়িয়ে থাকে। সেক্ষেত্রে ভালো একটা ফলাফল পেলে আমাদের মনের আশা পূরণ হবে। সিনেমাটা দেখলে মানুষের ভালো লাগবে, এতটুকু বলতে পারি। গল্প এই সিনেমার হিরো।

‘বিক্ষোভ’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। যে ৩৩টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে:

ঢাকার মধ্যে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (জিনজিরা), সনি স্টার সিনেপ্লেক্স (মিরপুর), মধুুমিতা সিনেমা হল (মতিঝিল), শ্যামলী (শ্যামলী), আনন্দ (ফার্মগেট), চিত্রামহল (ইংলিশ রোড), বিজিবি (পিলখানা), সেনা সিনেমা হল (ঢাকা ক্যান্টনমেন্ট), গীত (ধোলাইপার),

ঢাকার বাইরে: সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর), চন্দ্রিমা (শ্রীপুর), পান্না (মুক্তারপুর), মমতা (মধবদী), মনিহার (যশোর), রূটস (সিরাজগঞ্জ), ছায়াবানী (ময়মনসিংহ), সংগীতা (খুলনা), লিবার্টি (খুলনা), তাজ (নওগাঁ), শাপলা (রংপুর), নন্দিতা (সিলেট), বিজিবি (আখালিয়া, সিলেট), অভিরুচি (বরিশাল), সত্যবতী (শেরপুর), সুগন্ধা (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মর্ডান (দিনাজপুর), আশা (মেলেন্দাহ বাজার), মাদবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর)।

সারাবাংলা/এজেডএস

বিক্ষোভ শান্ত খান শ্রাবন্তী


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর