Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চ থেকে টিভি নাটকে সূচনার এগিয়ে চলা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ জুন ২০২২ ১৫:০৭

সূচনা সিকদার— এই সময়ে ভিন্ন ধরনের গল্পে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে একজন অভিনেত্রী হিসেবে বেশ প্রশংসিত হচ্ছেন। তবে নিজেকে অভিনয়ে যথাযথভাবে তৈরী করেই তারপর টিভি নাটকে নিজেকে সম্পৃক্ত করেছেন। মঞ্চে সূচনার শুরু ‘অন্তরঙ্গ’ থিয়েটার দিয়ে। আমিনুল ইসলাম বাচ্চুর পরিচালনায় ‘চোখ’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। পরবর্তীতে বাচ্চুরই নির্দেশনায় ‘ফুলজান’ নাটকের ত্রিশটিরও বেশি মঞ্চায়নে তিনি অভিনয় করেছেন। এরপর ‘বাংলাদেশ থিয়েটার’-এ কিছুদিন অতিথি শিল্পী হিসেবে অভিনয় করে বর্তমানে তিনি ‘মুক্তালয় নাট্যাঙ্গন’র সাথে সম্পৃক্ত।

বিজ্ঞাপন

মঞ্চের সেই সূচনা এখন টিভি নাটকেও বেশ ব্যস্ত। টিভিতে তিনি প্রথম অভিনয় করেন সুজন শাহরিয়ারের পরিচালনায় ‘ভাত’ নাটকে। এতে তার সহশিল্পী ছিলেন কচি খন্দকার। পরবর্তীতে আরো অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সবুজ খানের ‘কপাল’, জাহিদ হাসানের ‘সেন্টিমেন্টাল সেলিম’ নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় এসেছেন তিনি। বর্তমানে ‘জাদু নগর’, ‘অদল বদল’, ‘বউ বিরোধ’, ‘হাফ মেন্টাল ফ্যামিলি’, ‘হট ভিলেজ’ ও ‘ক্যাচাল’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। গত ইদেও তাকে সাতটিরও বেশি নাটকে অভিনয় করতে দেখা গেছে। আগামী ইদের জন্য এরইমধ্যে ইমরাউল রাফাত, আশিক, মুসাফির রনির নাটকের কাজও শেষ করেছেন সূচনা।

বিজ্ঞাপন
গত ইদেও সাতটিরও বেশি নাটকে অভিনয় করেছেন সূচনা

গত ইদেও সাতটিরও বেশি নাটকে অভিনয় করেছেন সূচনা

নিজের বর্তমান অবস্থান ও ব্যস্ততা প্রসঙ্গে সূচনা বলেন, ‘আমার স্বপ্ন ছিলো একজন অভিনেত্রী হিসেবে কাজ করার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি আরো ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই। একজন ভালো অভিনেত্রী হিসেবে দর্শকের মন জয় করতে চাই। আর আমাকে যারা সবসময় সহযোগিতা করে আসছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’

সারাবাংলা/এএসজি

মঞ্চ থেকে টিভি নাটকে সূচনার এগিয়ে চলা সূচনা সিকদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর