প্রকাশ্যে রুমানার ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’
১১ জুন ২০২২ ১৬:৫২
সম্প্রতি নতুন একটি মৌলিক গান প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী রুমানা ইসলাম। গানের শিরোনাম ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। সঙ্গীত পরিচালনায় ইউসুফ আহমেদ খান এবং সঙ্গীতায়োজনে সাউণ্ড হ্যাকার। বৃহস্পতিবার (০৯ জুন) সন্ধ্যায় গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
এই গান প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি- আমার ভীষণ পছন্দের একটি গান। এক জীবনে বেশ কিছু ভালো ভালো গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তবে এটা সত্য আমাকে ভেবে, আমার সঙ্গে মানানসই গান খুব কমই সৃষ্টি হয়েছে। যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি ঠিক সে ধরনেরই একটি গান, যে গানটি শুধু আমার কন্ঠ, আমার ব্যক্তিত্বকে মাথায় রেখেই করা। গানের কথা ও সুর যেন তারই প্রমাণ। গানটি ভীষণ ভালো হয়েছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। এরইমধ্যে গানটি প্রকাশের পর আমার খুব কাছের কিছু মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। সময় গেলে হয়তো আরো অনেক বেশি সাড়া পাবো।’
সর্বশেষ রুমানা’র কন্ঠে জামাল হোসেনের লেখা ও উজ্জ্বল সিনহার সুর করা ‘এখনো শ্রাবণ ঝরায়’ গানটি প্রকাশিত হয়। ফুয়াদ আল মুক্তাদিরের লেখা ও সুর করা ‘ছোট্ট এই বুকে’ গানটিও সম্প্রতি মুক্তি পেয়েছে, যা দীর্ঘদিন রুমানা ইসলাম খুঁজে পাননি বলে জানিয়েছেন।
সারাবাংলা/এএসজি