জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানী
১২ জুন ২০২২ ১৮:২৭
স্ত্রী নায়িকা মৌসুমীকে বিরক্ত করার অভিযোগে জায়েদ খানকে চড় মেরেছেন ওমর সানী। জবাবে পিস্তল করে গুলি করার হুমকি দিয়েছেন জায়েদ খান। ডিপজলের ছেলের বিয়েতে এ ঘটনা ঘটেছে। আর জায়েদের হত্যার হুমকির বিপরীতে থানায় জিডি করবেন বলে জানালেন ওমর সানী।
ওমর সানী রোববার (১২ জুন) বিকেলে এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে অভিযোগ জানাতে যান। সেখানে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সানী। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের হাতে সরাসরি সে অভিযোগ জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখন সানী বলেন, ‘আমি সব সময় যেকোনো সংকটে চলচ্চিত্রের মুরব্বিদের পরামর্শ নিই। এবারও তা–ই করতে চাই। তাই সবাইকে জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’
অভিযোগ জমা দেওয়া শেষে থানায় জিডি করবেন বলে জানান সানী।
ওমর সানি জানাচ্ছেন জায়েদ কয়েক দিন আগে থেকে মৌসুমীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। ঠিক কী কারণে বা কী নিয়ে খারাপ ব্যবহার করেছেন তা বলেননি সানি। তিনি বলেন, ‘আমি বিয়ের অনুষ্ঠানে গিয়েছি রাত ৯টার দিকে। কথায় কথায় আমি জায়েদকে চড় দিয়েছি। আমি দেখেছি সে পিস্তল উঠিয়েছে। ওর কাছে তো লাইসেন্স করা পিস্তল আছে। ওইসময় রোজিনা, সুচরিতা, অঞ্জনা উপস্থিত ছিলেন। তারা দেখেছেন পুরো ঘটনা।’
অন্যদিকে পুরো ঘটনা চেপে যাচ্ছেন জায়েদ খান। তিনি বলেন, পুরোটাই মিথ্যে। সানী ভাই মাতাল ছিলেন। উনি অনুষ্ঠানে আসছিলেন। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ছিল। এরপর চলে গেছে।
পুরো ঘটনাটি ঘটেছে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে। তিনি শুধু বলেন, তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছে। চড় মারা বা পিস্তল বের করার কোন ঘটনা ঘটেনি।
তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে পুরো ঘটনাটি সত্য বলে জানিয়েছে। তারা বলছে, ‘যত দূর জানতে পেরেছি, মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত ছিলেন। খারাপ ব্যবহার করার কারণে ডিপজলের কাছে বিচারও দিয়েছিলেন বলে শুনেছি। ডিপজল বলেছিলেন, “থাক বাদ দাও। মারামারি করার দরকার নাই। সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না। মৌসুমীর কাছেও যাবে না।”
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ডিপজলের এমন সমাধান ওমর সানী মেনে নিতে পারেননি। কয়েক দিন ধরে তাই জায়েদ খানকে খুঁজছিলেন। ধরেই নিয়েছিলেন, ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে পাওয়া যাবেই। অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তখন ডিপজলসহ চলচ্চিত্রের কয়েক অভিনয়শিল্পী সোফায় বসা ছিলেন।
এর আগে ২০১৭ সালে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মৌসুমীকে নিয়ে করা জায়েদ খানের মন্তব্যে ক্ষেপেছিলেন ওমর সানী। এরপর জায়েদ ও সানী পরস্পর পরস্পরের বিরুদ্ধে নানাধরণের বক্তব্য দেন। কাকতালীয়ভাবে ২০২২ এসে শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী ও জায়েদ খান একই প্যানেল থেকে নির্বাচন করেছিলেন।
সারাবাংলা/এজেডএস