Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতুর সুরে ‘জল জোছনায়’ কোনাল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ জুন ২০২২ ১৫:১১

মেহেদী হাসান পরিচালিত নতুন সিনেমা ‘জল জোছনায়’ গানের সুর সঙ্গীত করলেন অভিজিত সরকার জিতু। সেজুল হোসেনের লেখায় ‘মায়ার চাদর’ শিরোনামের এই গানটিতে কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী কোনাল। তার সহশিল্পী তানজিব সারোয়ার। সিনেমার শুটিং শুরু হয়েছে এরইমধ্যে। তার আগেই গানের রেকর্ডিং-এর কাজ শেষ করেছেন জিতু।

কোনালের গায়কী প্রসঙ্গে জিতু বলেন, ‘গানটির যখন কাজ করছিলাম, তখনই ভাবনায় কোনালই ছিলো। কোনাল যে টাইপের গান গেয়ে থাকে, ঠিক সে ধরনেরই গান এটি। কোনালের ভয়েজ দেয়ার পর মনে হলো গানটি তার জন্যই আসলে পারফেক্ট হয়েছে। দারুণ গেয়েছে কোনাল। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে। তারসঙ্গে কন্ঠ দিয়েছে তানজীব। তানজীবও ভালো গেয়েছে। সবমিলিয়েই গানটি একটি পরিপূর্ণ গান হয়েছে যা শ্রোতাদের মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন

মাঝে বেশ কয়েকবছর গানের সুর করার কাজ থেকে বেশ দূরে ছিলেন জিতু। এখন আবারো কাজে নিয়মিত হচ্ছেন তিনি। আরটিভি’তে নূর হোসেন হীরার প্রযোজনায় আবারো শুরু হতে যাওয়া ‘ফোক স্টেশন-সিজন ৫’-এর এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন জিতু।

সারাবাংলা/এএসজি

কোনাল জিতুর সুরে ‘জল জোছনায়’ কোনাল