ট্যাকা ও ব্ল্যাক রিং বানাবেন সাজ্জাদ
১৪ জুন ২০২২ ১৭:৪৩
তরুণ নির্মাতা সাজ্জাদ খান দুটি নতুন ছবি নির্মাণের ঘোষণা দিলেন। ‘ট্যাকা’ ও ‘ব্ল্যাক রিং’ নামের ছবি দুটিরই বর্তমানে চিত্রনাট্য লেখা হচ্ছে।
সারাবাংলার অফিসে সাম্প্রতিক এক আলাপচারিতায় সাজ্জাদ জানান, সমাজের বিভিন্ন স্থরের নানান অসংগতি নিয়ে গল্পগুলো এগুবো। নামের কারণে এতে মাফিয়াদের গল্প থাকার সম্ভাবনার কথা মনে হলেও একদম তা হচ্ছে না বলে জানালেন।
তিনি জানান, ব্ল্যাক রিংয়ের চিত্রনাট্য লিখছেন অপূর্ণ রুবেল এবং ট্যাকার আসাদ জামান। এ বছরেই ছবিগুলোর শুটিং শুরু হবে।
কারা থাকছেন এ ছবিগুলোর অভিনয়শিল্পী তালিকায়? ‘আগে তো চিত্রনাট্য শেষ করি। ইচ্ছে আছে পরিচিত শিল্পীদের নিয়ে কাজ করার। তবে এর পাশাপাশি মঞ্চ থেকেও শিল্পী নিবো’,— বলেন সাজ্জাদ খান।
সাজ্জাদ খান পরিচালিত প্রথম ছবি ‘সাহস’ মুক্তি পাবে ১৬ জুন। ২০২০ সালের নভেম্বর, ডিসেম্বর মাসে বাগেরহাটে ছবিটির শুটিং হয়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন থিয়েটার রেপার্টোরি বাগেরহাটের একঝাঁক শিল্পী। স্থানীয় থিয়েটারের এসব শিল্পীদের অডিশিনের মাধ্যমে বাছাই করা হয়। প্রায় ৫০ জন তরুন এতে অভিনয় করেছেন।
সারাবাংলা/এজেডএস