Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এতো চমৎকার গান বাংলা ভাষায় গাওয়া হয়েছে!’


১৫ ডিসেম্বর ২০১৭ ২১:১৭

মুক্তিযুদ্ধের এক বছর পর একটি বিধ্বস্ত সময়ে বাপ্পা মজুমদারের জন্ম। বাবা সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদার। মুক্তিযুদ্ধের সঙ্গে এ দু’জনেরই রয়েছে প্রত্যক্ষ সংযোগ। ফলে বাপ্পা বেড়ে উঠেছেন সুর-সঙ্গীত আর যুদ্ধের ‘না দেখা’ গল্পের ঝোলা কাঁধে নিয়ে।

 

মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত সব গানই প্রিয়। এখানে আলাদা করে কোনো গানকে প্রিয় বা অপ্রিয় বলা যাবে না। তবে কয়েকটি গানের নাম উল্লেখ করতে গেলে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, এটার কথা বলতে হবে। এই গানটির মূল দর্শন আমাকে গভীরভাবে আপ্লুত করে। তারপর ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’ গানটির কথাও বলতে হবে। এতো চমৎকার গান বাংলা ভাষায় গাওয়া হয়েছে! ভাবতেই ভালো লাগে।

বিজ্ঞাপন

এই গানগুলো স্টেজে নিয়মিত গাই। আমাদের গণসংগীত সংগঠন ছিলো যখন, তখন থেকেই এই গানগুলো আমরা করতাম। বাবা-মাও এই গানগুলো গাওয়ার জন্য প্রচণ্ড রকমের উৎসাহ দিতেন। তাদের উৎসাহ ছিলো বলেই এই গানগুলোর প্রতি মায়া কখনো কাটেনি।

সারাবাংলা/টিএস/কেবিএন

বাপ্পা মজুমদার মুক্তিযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর