Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার সিনেপ্লেক্সে হলিউডের তিন সিনেমা


২০ এপ্রিল ২০১৮ ১৪:১৪

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের তিনটি সিনেমা। ২০ এপ্রিল, শুক্রবার থেকে দর্শকরা দেখতে পাচ্ছেন ছবি তিনটি। ছবি তিনটি হলো স্টিভেন স্পিলবার্গের ‘দ্য পোস্ট’, জোহানেস রবার্টস পরিচালিত ‘দ্য স্ট্রেঞ্জার্স: প্রে  অ্যাট নাইট’ এবং জেফ ওয়াডলো পরিচালিত ‘ট্রুথ অর ডেয়ার’। দেশে প্রদর্শিত হওয়ার আগে তিনটি ছবিই মুক্তি পেয়েছে আন্তর্জাতিকভাবে।

বিজ্ঞাপন

ভৌতিক সিনেমাপ্রেমীদের জন্য খবরটি আনন্দের। নতুন তিনটি সিনেমার দুটি ছবিই হরর ঘরানার। ‘দ্য স্ট্রেঞ্জার্স: প্রে অ্যাট নাইট’ এবং ‘ট্রুথ অর ডেয়ার’ ভালোই ব্যবসা এনেছে বক্স অফিসে।

আর যারা গল্প ও অভিনয় নির্ভর সিনেমা ভালোবাসেন, তাদের জন্য রয়েছে ‘দ্য পোস্ট’। জগত বিখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ পরিচালিত ছবিটি অস্কারে দু’টি বিভাগে এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ মনোনয়ন পায় ছয়টি বিভাগে। এ ছবির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস ও মেরিল স্ট্রিপ।

সারাবাংলা/পিএ

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর