হলিউডের ‘পাজল’ ছবিতে ইরফানের ঝলক
২০ এপ্রিল ২০১৮ ১৬:২৬ | আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ১৮:৩৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান ভক্তদের জন্য আনন্দের খবর। যারা ইরফান ভক্ত না, তারাও সামিল হতে পারেন এই আনন্দে। ১৯ এপ্রিল, বৃহস্পতিবার অনলাইনে প্রকাশ পেয়েছে হলিউডের ‘পাজল’ সিনেমার ট্রেইলার। আর সেখানে দেখা মিললো অভিনেতা ইরফান খানের।
ইরফান খানের অসুস্থতার ব্যাপারটি সবাইকে কষ্টের মধ্যে রেখেছে। এমন পরিস্থিতিতে ইরফানের ‘পাজল’ সিনেমার ট্রেইলারটি আনন্দ নিয়ে এসেছে ভক্ত-দর্শকদের মধ্যে। ‘পাজল’ ছবিটি পরিচালনা করেছেন মার্ক জায়। ‘পাজল’ নামের একটি আর্জেন্টাইন উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক।
যদিও ছবির মূল চরিত্রে অভিনয় করেননি ইরফান। ‘পাজল’ একজন নারীর গল্প। আর সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন ‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’ খ্যাত অভিনেত্রী কেলি ম্যাকডোনা।
ছবিতে কেলি একজন মানসিকভাবে বিপর্যস্ত নারী। সেই অবস্থা থেকে কেলি-কে বিভিন্নভাবে উৎফুল্ল জীবনে নিয়ে আসতে সাহায্য করে ইরফান। ছবিতে রবার্ট চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান।
ছবিটির বিশেষ প্রদর্শনী হয়েছে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে। চলতি বছরের ১৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
সারাবাংলা/পিএ