তোমাকে ছাড়া জীবন অন্ধকার— কে কে’র উদ্দেশ্যে কন্যা তামারা
২০ জুন ২০২২ ২০:২৯
‘তোমাকে ফিরে পেতে, ১০০ বার তোমাকে হারানোর কষ্ট সইতেও আমি রাজি। তোমাকে ছাড়া জীবন অন্ধকার, বাবা’। বাবা দিবসে এমনই আবেগঘন কথাগুলি লিখলেন বলিউডের জনপ্রিয় শিল্পী কে কে’র কন্যা তামারা।
কে কে মারা গিয়েছেন এক মাসও হয়নি, রোববার (১৯ জুন) আন্তর্জাতিক বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতির পাতা উল্টে পুরনো ছবি শেয়ার করে তার কন্যা তামারা লিখেছেন, ‘তুমি আমার কাছে পরম স্নেহের বাবা। তুমি বাড়ি ফিরে মুচকি হাসতে, তারপর আমাদের মাঝে শুয়ে স্নেহে জড়িয়ে ধরতে, তোমাকে মিস করছি। তোমার সঙ্গে খাওয়া মিস করছি। তোমার সঙ্গে হাসিটা মিস করছি। তোমার সঙ্গে রান্নাঘরে ঢুকে গোপনে স্ন্যাক্স খাওয়াও মিস করছি।’
কে কে’র আচমকা এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না তামারা। বাবা দিবসে সারা দুনিয়া যখন বাবাদের ঘিরে উদযাপনে মেতে, মনখারাপ সদ্য পিতৃহারা এই কন্যার। লিখেছেন, ‘একে অপরকে প্রশংসায় ভরানোর মুহূর্তগুলো মিস করছি। শোনাতে পারছি না আমার ছোট্ট ছোট্ট মিউজিক আইডিয়া। পাচ্ছি না তোমার প্রতিক্রিয়াও। সবথেকে মিস করছি যেটা, তা হল তুমি আর আমার হাতটা ধরে নেই। আমাদের ভালোবাসায় ভরিয়ে রেখেছিলে। সুরক্ষিত রেখেছিল। এ জীবনে বেঁচে থাকতে ঠিক যেমন মানুষ দরকার, তুমি ছিলে ঠিক তেমন। আর সেই তুমিই কিনা চলে গেলে! এটা আর কেউ অনুভব করতে পারবে না। তোমার নিঃস্বার্থ ভালোবাসা এভাবে থমকে যেতে পারে ভাবতেই পারিনি। তোমার ভালোবাসাই আমাদের শক্তি।’
সবশেষে লিখেছেন, ‘নকুল আর মা প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন তোমাকে গর্বিত করার জন্য আর তোমার শক্তি সুদূরপ্রসারী জন্য কাজ করছে। আমরা প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রাখছি। ঠিক যেভাবে তুমি রাখতে। হ্যাপি ফাদার্স ডে। তুমি এই পৃথিবীর সবথেকে ভালো বাবা। চিরকাল ভালোবাসব। তোমায় প্রতিটা মুহূর্তে মনে পড়ে বাবা। বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গেই আছো।’
প্রসঙ্গত, গত ৩১ মে (মঙ্গলবার) কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের মঞ্চে গান গাইছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক কে কে। হঠাৎ অসুস্থবোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, ততক্ষণে পৃথিবীর মায়া কাটিয়েছেন তিনি।
সারাবাংলা/এএসজি