লাকী আখান্দ-এর অপ্রকাশিত তিন গান
২০ এপ্রিল ২০১৮ ১৮:৫৩ | আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১০:৫৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
প্রয়াত সংগীত পরিচালক, সুরকার ও গায়ক লাকী আখান্দের সুর করা তিনটি গান এখনো অপ্রকাশিত। জানিয়েছেন কণ্ঠশিল্পী নীলু বিল্লাহ। তিনি আরও জানান গানগুলো নতুন করে তৈরি করার চেষ্টা করছেন তিনি।
কাওসার আহমেদ চৌধুরীর লেখা ও লাকী আখান্দের সুর করা এ গান তিনটি হলো ‘আজ বলবো তোমায়’, ‘বড় ক্লান্তি নিয়ে ঘরে আজ ফিরে এলাম’ এবং ‘যত দিন বেঁচে আছি’। তিনটি গানেই কণ্ঠ দেবেন নীলু বিল্লাহ।
গান তিনটির মধ্যে ‘আজ বলবো তোমায়’ এবং ‘যত দিন বেঁচে আছি’ গান দুটি লেখা হয়েছে ১৯৮৫ সালে আর ‘বড় ক্লান্তি নিয়ে ঘরে আজ ফিরে এলাম’ গানের রচনাকাল ১৯৭৮।
নতুন করে গান তৈরির ব্যাপারে নীলু বিল্লাহ বলেন, ‘গান তিনটি আলাদা করে অথবা অ্যালবাম আকারে প্রকাশ করতে চাই। লাকী আখান্দ অসুস্থ থাকা অবস্থায় গানগুলো নিয়ে কয়েকবার কথা হয়েছে। তিনি বলতেন, এখানে একটু এরকম করলে ভালো হয়। তবে লাকী আখান্দ অসুস্থ থাকার কারণে গানগুলো নিয়ে তেমন আগানো যায়নি তখন।’
উল্লেখ্য ২১ এপ্রিল শনিবার বাংলা গানের গুণী শিল্পী, সঙ্গীত পরিচালক লাকী আখান্দের প্রথম মৃত্যুবার্ষিকী।
সারাবাংলা/পিএ/টিএস