আড়াই হাজার বন্যার্ত পরিবারের পাশে শিল্পী সমিতি
২২ জুন ২০২২ ১৬:৪৭
বন্যায় সিলেট ও সুনামগঞ্জের হাজার হাজার পরিবার কষ্ট করছে। তাদের পাশে দাঁড়াচ্ছে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা। কেউ কেউ ব্যক্তি উদ্যোগে তাদের পাশে দাঁড়াচ্ছেন। এবার দাঁড়ালো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
সমিতির একটি প্রতিনিধি দল বুধবার (২২ জুন) সকাল থেকে সিলেটের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ত্রাণ দিচ্ছেন। এ দলে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, রিয়াজ, জেসমিন প্রমুখ।
সাইমন সাদিক সারাবাংলাকে বলেন, আমরা ভোর ছয়টা থেকে গৌয়াইন ঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষদের কাছে যাচ্ছি। আমরা মোট আড়াই হাজার পরিবারকে ওরস্যালাইন, নাপা ট্যাবলেট, মোম, মুড়ি, চিড়া, বিস্কুট, দুধ, খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ১২টি জরুরি প্রয়োজনীয় জিনিস একটি প্যাকেটে করে দিচ্ছি। একই সঙ্গে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে অর্থ সাহায্যও দিচ্ছি আমরা।
সাইমন জানান, শিল্পী সমিতির ব্যানারে এ সহায়তা কার্যক্রমে টাকা দিয়েছেন আলমগীর, নায়ক ফেরদৌসের স্ত্রী, নিপুণ, রিয়াজসহ তিনি নিজে।
এর আগে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন অনন্ত জলিল, শাকিব খান, ডিপজল, মাহিয়া মাহিসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী।
সারাবাংলা/এজেডএস
আড়াই হাজার পরিবার ত্রাণ নিপুণ ফেরদৌসের স্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি রিয়াজ সাইমন