বন্যার্তদের সাহায্য করা নিয়ে সমালোচনার জবাব ফারুকী
২৩ জুন ২০২২ ১৬:৩৬
প্রায় মাসখানেক ধরে সিলেট অঞ্চলের কয়েক হাজার পরিবার বন্যার পানিবন্ধী। তাদেরকে সরকারের তরফ থেকে নানাভাবে সহায়তা করা হচ্ছে। এর পাশাপাশি তারকা শিল্পী, পরিচালকরাও নিজ উদ্যোগে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন। এক্ষেত্রে অনেকে তার উদ্যোগের কথা প্রকাশ করছেন। কেউবা নীরবে কাজ করে যাওয়াকে শ্রেয় মনে করছেন। কিন্তু সমালোচকরা যাদের কোন উদ্যোগের কথা গণমাধ্যম বা অন্য কোন মাধ্যমে জানছেন তাদেরকে তীব্র প্রশ্ন বানে বিদ্ধ করছেন। এমন সমালোচনার স্বীকার হয়েছেন নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। অবশ্য তিনি এর জবাবও দিয়েছেন।
ফারুকী সমালোচনার জবাবে বলেছেন, যারা স্বশরীরে উপস্থিত হয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারছেন তারা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু সবার বাস্তবতা তো এক তো না। সবাই চাইলেই স্বশরীরে গিয়ে ত্রাণ দিতে পারেন না। তার মানে এ না যে তিনি বন্যার্তদের পাশে নেই।
নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ফারুকী লেখেন, ‘একটা কথা বলা দরকার। কাউকে জবাবদিহি করার জন্য না। একটা ট্রেন্ডের ব্যাপারে সজাগ করার জন্য। সিলেটের বন্যার্তদের সাহায্যার্থে অসাধারন কাজ করছেন অনেক মানুষ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। তাদের সবাইকে স্যালুট। কিন্তু এটাকে যেনো আমরা স্ট্যান্ডার্ড বানাইয়া অন্যদের অ্যাবিউজের কাজে ব্যবহার না করি। গত কিছু দিন আমার ইনবক্সে বেশ কিছু মেসেজ এসেছে, অমুক অতো টাকা দিচ্ছে, আপনারা কি করছেন? অমুক বন্যাদূর্গত এলাকায় গেছে, আপনারা কোথায়?’
‘আগেও বলেছি, যারা এই কাজগুলো করছেন তারা প্রত্যেকেই অসাধারন। কিন্তু জগতে একেকজন মানুষের বাস্তবতা বা চিন্তা একেক রকম। কেউ ফিজিক্যালি কাজ করতে পারে, কেউ সেটা নাও পারে। কেউ প্রকাশ্যে দান করতে পারে, কেউ প্রকাশ্যে দান করতে সংকোচও করতে পারে। আমি বুঝতে পারি, সোশ্যাল মিডিয়ার দেখনদারির এই যুগে, আপনি যদি কোনো কিছু না দেখান তাহলে সেটা এগজিস্টই করে নাই বলে ধরে নেয়া হয়। ব্যাপারটা ঠিক না।’
তিনি আরও বলেন, ‘সবাই সিলেটের বন্যার্তদের পাশে আছে, থাকবেও। যারা মাঠে কাজ করছে, তারা গোল্ডেন বয়! লেটস স্যালুট দেম। আর সাহায্য পাঠাতে চাইলে, ফেসবুকে অনেক পেজ আছে তাদের কার্যক্রম দেখে আপনার পছন্দ হলে তাদের মাধ্যমে পাঠাতে পারেন!’
সারাবাংলা/এজেডএস