আমেরিকায় ১০০ হলে ‘গলুই’
২৪ জুন ২০২২ ১৬:২৪
গেল রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’। শাকিব খান ও পূজা চেরী অভিনীত ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে আমেরিকায়। দেশটিতে ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। তাদের পরিবেশনায় ৮ জলুাই থেকে যুক্তরাষ্ট্রের ২৪টি রাজ্যের ৫৮টি শহরে প্রায় ১০০টিরও মতো মাল্টিপ্লেক্সে চলবে ‘গলুই’।
বিষয়টি নিয়ে ২৩ জুন বায়োস্কোপের সঙ্গে ‘গলুই’ ছবির পরিচালক এস এ হক অলিক ও প্রযোজক খোরশেদ আলম খসরুর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বায়োস্কোপ ফিল্মসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নিপু বড়ুয়া।
তিনি জানান, ‘আন্তর্জাতিক এই কোম্পানির প্রধান নির্বাহী রাজ হামিদ ও কো ফাউন্ডার তার স্ত্রী রুবানা। তারা চাইছেন নিয়মিত দেশের ভালো সিনেমাগুলো প্রবাসীদের কাছে পৌঁছে দিতে। ইতিমধ্যে বায়োস্কোপ ফিল্মস উত্তর আমেরিকায় সুনামের সঙ্গে বাংলা সিনেমা প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার যাচ্ছে ‘গলুই’।
গলুইতে শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেন , আজিজুল হাকিম, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।
সারাবাংলা/এজেডএস