Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায় নিলেন আভিচি


২১ এপ্রিল ২০১৮ ১৪:০৭ | আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৫:৩১

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

জনপ্রিয় মিউজিসিয়ান আভিচি আর নেই। মাত্র ২৮ বছর বয়সে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মৃত্যুবরণ করেছেন তিনি। তবে দেশটির পক্ষ থেকে আভিচির মৃত্যুর কোন কারণ এখনো জানানো হয়নি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদকগ্রহণের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আভিচি।

সুইডেনে জন্ম নেয়া আভিচি পশ্চিমা ড্যান্স মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম। গত এক দশকে অনেকগুলো হিট গান উপহার দেয়ার পাশাপাশি জিতেছেন অনেকগুলো পুরস্কারও। তিনি এতোটাই জনপ্রিয় ছিলেন যে কেবল একরাতের জন্য তাকে দুই লাখ পঞ্চাশ হাজার ডলার পারিশ্রমিক দেয়া হতো। তবে শেষ দিকে স্বাস্থ্যগত কিছু জটিলতায় ভুগছিলেন বলে শো করা কমিয়ে দিয়েছিলেন এই গায়ক।

২০০৮ সালে সংগীতশিল্পী হিসেবে যাত্রা করেন আভিচি। শুরুতে অন্যদের সঙ্গে যৌথভাবে গান করলেও শেষ দিকে সিঙ্গেল তৈরীর দিকে ঝুঁকছিলেন তিনি। ‘ওয়েক মি আপ’, ‘লেভেলস’ এবং ‘লোনলি টুগেদার’ তার তৈরী করা জনপ্রিয় গান। দুইবার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই গায়কের শারীরিক সমস্যার বড় কারণ ছিলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর