মোশাররফ করিমের ভাগ্য খারাপ
২১ এপ্রিল ২০১৮ ১৯:৩৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
একসময় মঞ্চে অভিনয় করতেন মোশাররফ করিম। মঞ্চ থেকে পর্দায় এসেও শুরুতে তাকে অভিনয় করতে হয়েছে ছোট ছোট চরিত্রে। সংগ্রামের সেই সময়টা খুব বেশি দীর্ঘ হয়নি তার জীবনে। অভিনয়ের মাধ্যমে জাত চিনিয়ে নিজেকে নিয়ে গেছেন খ্যাতির শীর্ষে। মোশাররফ করিমের ভাষায় তার খ্যাতির পেছনে প্রধান কারণ পরিশ্রম ও ভাগ্য। সেই মোশাররফ করিমকেই কিনা অভিনয় করতে হচ্ছে ভাগ্য খারাপ মানুষের চরিত্রে!
শামস করিমের পরিচালনায় ‘তকদীর’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকে তার বিপরীতে অভিনয় করছেন প্রসূন আজাদ। মোশাররফ করিম বলেন, ‘নাটকটি বেশ মজার। বাংলাদেশের মানুষ আনন্দ চায় বেশি। আর এজন্যেই নাটকটিতে অভিনয় করা।’
নাটকের গল্পে দেখা যাবে, তকদীর নামের এক যুবকের তকদীর ভালো না। সে নিজেকে মনে করে ভাগ্য বিতাড়িত একজন মানুষ। কোনো কিছু তার পক্ষে নেই। স্ত্রীর সঙ্গে বনিবনা নেই। একটা ঝড়ের মধ্য দিয়ে যায় সারাক্ষণ। এমনি ভাগ্য বিড়ম্বনায় পড়া মানুষের চরিত্রটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম। শিগগিরই বেসরকারি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।
সারাবাংলা/টিএস