Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ২০:৪৬ | আপডেট: ৪ জুলাই ২০২২ ২০:৫৫

প্রতি বছরের মতো এ বছর ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। ‘রঙের দুনিয়া’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।

সঙ্গীতের প্রতি ড. মাহফুজুর রহমানের রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে প্রচার হবে ‘রঙের দুনিয়া’।

এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯ টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য জন্য আমি শিরোনামের গান।

বিজ্ঞাপন

এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

ময়মনসিংহে ফের রেলপথ অবরোধ
২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৫৪

আরো