Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী ভার্সেস বরিশাল: কারা বেশি রোমান্টিক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ১৪:০৪

এবার ঈদে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের ভিড়ে দর্শকদেরকে অন্যরকম আনন্দ দিতে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। মজার এই অনুষ্ঠানটির নাম ‘রম্য বিতর্ক’। বিতর্কের জন্য বেছে নেয়া হয়েছে দুটি বিষয়বস্তু। ‘পাত্রী হিসেবে আমিই সেরা’ এ বিষয়ের উপর বক্তা হিসেবে অংশ নিবেন সুন্দরী, উচ্চশিক্ষিত, বড়লোকের মেয়ে ও সংসারী পাত্রীরা। বিতর্ক পরিচালনা করবেন একজন ঘটক, যিনি এই পাত্রীদেরকে একজন পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। পাত্রটি বেছে নিবেন কোন বৈশিষ্ট্য সম্পন্ন পাত্রীটিকে তিনি বিয়ের জন্য সেরা মনে করেন।

বিজ্ঞাপন

মাহফুজার রহমানের প্রযোজনায় বিশেষ এই রম্য বিতর্ক ‘পাত্রী হিসেবে আমিই সেরা’ প্রচারিত হবে ঈদের দিন বিকাল সাড়ে চারটায়।

নোয়াখালী ও বরিশাল অঞ্চলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আরেকটি আঞ্চলিক রম্য বিতর্ক ‘কে বেশি রোমান্টিক’। এ বিষয়ের উপর বক্তব্য পেশ করবেন বরিশাল অঞ্চলের দুজন ও নোয়াখালী অঞ্চলের দুজন বিতার্কিক। এই বিতর্ক পরিচালনার জন্য থাকবেন দুজন উপস্থাপক। কামাল উদ্দিন আহাম্মাদের প্রযোজনায় আঞ্চলিক বিতর্ক প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে চারটায়।

সারাবাংলা/এজেডএস

বিটিভি রম্য বিতর্ক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর