Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ রাতে নতুন সংসারের গল্প শোনাবেন মাহিয়া মাহি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জুলাই ২০২২ ২০:৫৬ | আপডেট: ১০ জুলাই ২০২২ ২০:৫৯

দীর্ঘদিন ধরেই লাইট ক্যামেরা এ্যাকশনে নেই ঢালিউড কুইন মাহিয়া মাহি। তবে এবারের ইদে গাজী টিভির বিশেষ আয়োজন ‘তারা স্টার’-এ থাকছেন এই নায়িকা।

আজ ইদের দিন বিরতিহীন ‘তারা স্টার’-এর ইদ আয়োজনের প্রথম পর্বে ঢালিউড কুইন মাহিয়া মাহি জানাবেন, বর্তমান সময়ের কাজ এবং সংসারের খুটিনাটি। পাশাপাশি মাহিকে নিয়ে কথা বলেছেন তারই প্রিয় কিছু মানুষ।

ফারজানা বিথীর সাথে আলাপচারিতার ফাঁকে মাহি আরও জানাবেন, ইদের দিন তার রান্না নিয়ে ব্যস্ততা। বর্তমান সংসার সম্পর্কে। সেই সাথে সামনের কাজ সম্পর্কে।

এইচ. এ. এম রাজন-এর প্রযোজনায় ‘তারা স্টার’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ (ইদের দিন) রাত ১১টা ৪০ মিনিটে গাজী টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি

গাজী টেলিভিশন তারা স্টার মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর