Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যন্ত্রনার প্রতিযোগিতায় ‘অস্থির দম্পতি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ জুলাই ২০২২ ১৬:২৬

ইদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রচার হবে বিশেষ একক নাটক ‘অস্থির দম্পতি’। পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুসফির রনি। অভিনয় করেছেন- নিলয় আলমগীর, জে এস হিমি, মাসুম বাশার, শেখা স্বপ্না প্রমূখ।

নাটকের গল্পের শুরু হয় সদ্য বিয়ে সম্পন্ন হওয়া নব দম্পতি ফাহিম আর মালিহার বন্ধু-বান্ধবীর ঝগড়া, নিজেদের ব্যক্তিগত ঝগড়ার মধ্য দিয়ে। সেদিনই তারা সিদ্ধান্ত নেয়, এই বিয়ে তারা মানে না। তখনই ডির্ভোস দেয়ার হুমকি দিলে দুই পরিবার এক হয়ে তাদের বুঝিয়ে বিয়েটা অক্ষত রাখে। নতুন বৌ নিয়ে বাসায় যাবার পথে গাড়ী ব্রেকফেল করলে মালিহার সন্দেহ আরো বেড়ে যায়। মালিহা মনে করে ফাহিম তার উপর প্রতিশোধ নিতে এই কাজ করেছে। ছেলে এবং ছেলের বৌকে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করার জন্য ফাহিমের বাবা-মা বাসা থেকে গ্রামে চলে যায়। শুরু হয় ফাহিম আর মালিহার কে কাকে কত বেশী যন্ত্রনা দিতে পারে এই প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

‘অস্থির দম্পতি’ প্রচারিত হবে ইদের তৃতীয় দিন (মঙ্গলবার) রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

এনটিভি যন্ত্রনার প্রতিযোগিতায় ‘অস্থির দম্পতি’