Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস্তুশাস্ত্রবিদ চঞ্চল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ জুলাই ২০২২ ১৬:১৭

ইদুল আযহা উপলক্ষে নির্মিত হলো বিশেষ একক নাটক ‘উল্টা পাল্টা’। লিটু সাখাওয়াত’র রচনা এবং সকাল আহমেদ-এর পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, চমক প্রমুখ। প্রচারিত হবে ইদের ৫ম দিন (বৃহস্পতিবার) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।

নাটকের গল্পে দেখা যাবে, তিতলি তার স্বামী রাশেদের সাথে রাগ করে বাবার বাড়ি চলে এসেছে। রাশেদ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তা। ভদ্র, চরিত্রবান, স্মার্ট ছেলে হিসেবে সুনাম রয়েছে তার। হঠাৎ করে কি হলো যে তিতলি চলে এসেছে! সমস্যাটা অদ্ভুত। রাশেদ নাকি ইদানিং বাস্তুশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের দরজা, জানালা, আসবাবপত্র নিয়ে দিনরাত গবেষণা করছে। ঘরের জিনিসপত্র সব ওলট পালট করতে করতে করতে রীতিমত ক্লান্ত তিতলি। এসব শুনে বিষয়টা নিয়ে কৌতুহলী হয়ে ওঠেন তিতলির বাবা। রাশেদকে খবর দিয়ে বাসায় নিয়ে আসেন। তিতলির বাবা ব্যবসায়ী। ইদানিং তার ব্যবসা ভালো যাচ্ছে না। তাই রাশেদের পরামর্শ চান। তার ধারণা রাশেদ বাস্তুশাস্ত্র অনুযায়ী সবকিছু ঠিক করে দিবে। তিতলি ছোট বোন ইউনিভার্সিটতে পড়ে। এ যুগের আধুনিক মেয়ে। একটা ছেলেকে পছন্দ করে কিন্তু ছেলেটা তাকে পাত্তা দেয় না। আবার যাকে পছন্দ করে না সে তাকে দিনরাত ডিস্টার্ব করে। এ নিয়ে দুলাভাইয়ের সহযোগিতা চায় সে। রাশেদ যথারীতি বাসার আসবাবপত্র ওলট পালট শুরু করে। বাড়ির দারোয়ানসহ সবাই মিলে ব্যস্ত হয়ে ওঠে তার সঙ্গে। সবার কান্ড দেখে রীতিমত অতীষ্ঠ তিতলি। একের পর এক উদ্ভট সব ঘটনা ঘটতে থাকে বাড়িতে।

সারাবাংলা/এএসজি

বাস্তুশাস্ত্রবিদ চঞ্চল মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর