Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ হলো নায়িকার গানের কণ্ঠ


২২ এপ্রিল ২০১৮ ১৩:২৩ | আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ১৩:৪৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চলছে পটাকা উত্তেজনা। নায়িকা নুসরাত ফারিয়ার কণ্ঠে প্রথম রেকর্ড করা গান শুনবেন শ্রোতারা। একটু একটু করে সেই আগ্রহ বাড়াচ্ছেন নুসরাত ফারিয়া ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

কিছুদিন আগে প্রকাশ পায় কণ্ঠশিল্পী ফারিয়ার ‘পটাকা’ গানের প্রথম ঝলক। তখন থেকে গানটি শোনার ও দেখার আগ্রহ বাড়তে থাকে দর্শক-শ্রোতাদের। এবার সেই আগ্রহের পারদকে আরও একটু বাড়িয়ে দিয়েছে ‘পটাকা’ গানের টিজার। অনলাইনে টিজারটি প্রকাশ পেয়েছে ২১ এপ্রিল।

https://www.youtube.com/watch?time_continue=19&v=H33IduU2ulI

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে গানের টিজার। সেখানে প্রথমবারের মতো শ্রোতারা শুনতে পাচ্ছেন নুসরাত ফারিয়ার গানের কণ্ঠ এবং একই সঙ্গে পটাকা গানের সুর। সঙ্গে আবেদনময়ী নুসরাতকেও দেখে নিতে পারছেন দর্শকরা।

রাকিব রাহুলের কথায় ও প্রীতম হাসানের সুরে তৈরি করা গানটি পুরোটা শুনতে ও দেখতে অপেক্ষা করতে হবে ২৬ এপ্রিল পর্যন্ত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব।

নুসরাত জানিয়েছেন গান ও ভিডিও থেকে আয়ের ১০ ভাগ অর্থ ব্যয় করা হবে ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের কাজে।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর